নতুন ২০০টি এক কথায় প্রকাশ সহ সর্বোমোট ৪৫০টি বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ

(কোনোটি ২বার করেও থাকতে পারে।)
…………………………

 ১.কুকুরের ডাক=বুক্কন
২.রাজহাঁসের ডাক=ক্রেঙ্কার
৩.বিহঙ্গের ডাক/ধ্বনি=কূজন/কাকলি
৪.করার ইচ্ছা=চিকীর্ষা
৫.ক্ষমা করার ইচ্ছা=চিক্ষমিষা/তিতিক্ষা
৬.ত্রাণ লাভ করার ইচ্ছা=তিতীর্ষা
৭.গমন করার ইচ্ছা=জিগমিষা
৮.নিন্দা করার ইচ্ছা=জুগুপ্সা
৯.বেঁচে থাকার ইচ্ছা=জিজীবিষা
১০.পেতে ইচ্ছা=ঈপ্সা
১১.চোখে দেখা যায় এমন=চক্ষুগোচর
১২.চোখের নিমেষ না ফেলিয়া=অনিমেষ
১৩.গম্ভীর ধ্বনি=মন্দ্র
১৪.মুক্তি পেতে ইচ্ছা=মুমুক্ষা
১৫.বিজয় লাভের ইচ্ছা=বিজিগীষা
১৬.প্রবেশ করার ইচ্ছা=বিবক্ষা
১৭.বাস করার ইচ্ছা=বিবৎসা
১৮.বমন করিবার ইচ্ছা=বিবমিষা
১৯.রমণ বা সঙ্গমের ইচ্ছা=রিরংসা
২০.আমার তুল্য=সাদৃশ
২১.ইহার তুল্য=ইদৃশ
২২.ঋষির তুল্য=ঋষিকল্প
২৩.দেবতার তুল্য=দেবোপম
২৪.রন্ধনের যোগ্য=পাচ্য
২৫.জানিবার যোগ্য=জ্ঞাতব্য
২৬.প্রশংসার যোগ্য=প্রশংসার্হ
২৭.ঘ্রাণের যোগ্য=ঘ্রেয়
২৮.যাহা সহজে লঙ্ঘন করা যায় না=দুলঙ্ঘ্য
২৯.যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না=দুস্তর
৩০.যা বলা হয়েছে=বক্ষ্যমাণ
৩১.যা পূর্বে চিন্তা করা যায় নি=অচিন্তিতপূর্ব
৩২.যা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই=অনাস্বাদিতপূর্ব
৩৩.যা পূর্বে শোনা যায় নি=অশ্রুতপূর্ব
৩৪.হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিত =হিরন্ময়
৩৫.বাতাসে চরে যে=কপোত
৩৬.পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার=জাতিস্বর
৩৭.সরোবরে জন্মায় যাহা=সরোজ
৩৮.সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে=সততসঞ্চরমান
৩৯.যা পুনঃ পুনঃ জ্বলিতেছে =জাজ্বল্যমান
৪০.সকলের জন্য প্রযোজ্য=সর্বজনীন
৪১.সকলের জন্য অনুষ্ঠিত =সার্বজনীন
৪২.প্রায় প্রভাত হয়েছে এমন=প্রভাতকল্পা
৪৩.রাত্রির মধ্যভাগ=মহানিশা
৪৪.স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি=শাস্ত্রজ্ঞ
৪৫.স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি=শাস্ত্রকার
৪৬.যিনি স্মৃতি শাস্ত্র জানেন=স্মার্ত
৪৭.শক্তির উপাসনা করে যে = শাক্ত
৪৮.এখনও শত্রু জন্মায় নাই যার=অজাতশত্রু
৪৯.এখনও গোঁফ-দাড়ি গজায় নাই যাহার=অজাতশ্মশ্রু
৫০.যে ব্যক্তি এক ঘর হতে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়=মাধুকর
৫১.অন্যদিকে মন নাই যার=অনন্যমনা
৫২.খেয়া পার করে যে =পাটনী
৫৩.নিজেকে বড় ভাবে যে=হামবড়া
৫৪.নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে=সয়ম্ভূ
৫৫.নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল)=নিদাঘ
৫৬.যা গতিশীল = জঙ্গম
৫৭.যে বিষয়ে কোন বিতর্ক নেই=অবিসংবাদী
৫৮.স্ত্রীর বশীভূত =স্ত্রৈণ
৫৯.অত্যন্ত তরল জল নিঃসরণ =অতিসার/অতীসার
৬০.অঙ্গীকৃত মাল তৈরির জন্য প্রদত্ত অগ্রিম অর্থ=দাদন
৬১.অতি উচ্চ ধ্বনি =মহানাদ
৬২.অতিশয় রমণীয়=সুরম্য
৬৩.অণুর ভাব=অণিমা
৬৪.অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী =আনুপূর্বিক
৬৫.অবজ্ঞায় নাক উঁচু করে যে=উন্নাসিক
৬৬.অসির শব্দ=ঝঞ্জনা
৬৭.অন্ধকার রাত্রি =তামসী
৬৮.অশ্বের চালক=সাদী
৬৯.ঈষৎ নীলাভবিশিষ্ট=আনীল
৭০.ঈষৎ উষ্ণ =কবোষ্ণ
৭১.ঈষৎ পাংশু বর্ণ=কয়রা
৭২.আকস্মিক দুর্দৈব =উপদ্রব
৭৩.আঙুর ফল=দ্রাক্ষা
৭৪.আজীবন সধবা যে নারী=চিরায়ুষ্মতী
৭৫.উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন=রিকথ
৭৬.উটের/হস্তীর শাবক=করভ
৭৭.ঋষির দ্বারা উক্ত(কথিত) =আর্য
৭৮.ঋজুর ভাব=আর্জব
৭৯.ঋতুর সম্বন্ধে=আর্তব
৮০.ঔষধের আনুষঙ্গিক সেব্য=অনুপান
৮১.কংসের শত্রু যিনি=কংসারি
৮২.কালো হলুদের মিশানো রঙ=কপিশ,কপিল
৮৩.ক্ষুধার অল্পতা=অগ্নিমান্দ্য
৮৪.কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ=অধঃকায়
৮৫.কৃষ্ণবর্ণ হরিণ=কালসার
৮৬.ক্রীড়নশীল তরঙ্গ =চলোর্মি
৮৭.কাচের তৈরি ঘর=শিশমহল
৮৮.কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে= বীতশ্রদ্ধ
৮৯.কনুই থেকে বদ্ধ মুষ্টি পর্যন্ত পরিমাণ=রত্নি
৯০.কপালে আঁকা তিলক=রসকলি
৯১.কচি তৃণাবৃত ভূমি=শাদ্বল
৯২.ক্ষিতি, জল,তেজ বায়ু থেকে সঞ্জাত =চতুভৌতিক
৯৩.গৃহের প্রধান প্রবেশ পথ=দেহলি,দেউড়ি
৯৪.গরম জল=উষ্ণোদক
৯৫.গর্দভের বাসস্থান =খরশাল
৯৬.গুরুগৃহে বাস=অন্তেবাসী
৯৭.গ্রন্থাদির অধ্যায় =স্কন্দ
৯৮.গুরুর পত্নী =গুর্বী
৯৯.গাধার ডাক=রাসভ
১০০.ঘর্ষণ বা পেষণজাত গন্ধ=পরিমল
১০১.ঘোর অন্ধকার রাত্রি =তামসী,তমিস্রা
১০২.চোখের কোণ=অপাঙ্গ
১০৩.ছুতারের বৃত্তি=তক্ষণ
১০৪.চিত্তের তৃপ্তিদায়ক=দিলখোশ
১০৫ জানায় যে=জ্ঞাপক
১০৬.ছিন্ন বস্ত্র=চীর
১০৭.জজের বৃত্তি=জজিয়াতী
১০৮.জলবহুল স্থান =অনুপ,জলা
১০৯.জানা উচিত =জ্ঞেয়
১১০.ত্বরার সঙ্গে বর্তমান=সত্বর
১১১.ত্বরায় গমন করে যে=তুরগ
১১২.তৃণাদির গুচ্ছ=স্তন্ব
১১৩.তরল অথচ গাঢ়=সান্দ্র
১১৪.তোপের ধ্বনি=গুড়ুম
১১৫.তস্করের কাজ=তাস্কর্য
১১৬.তোমার মত=ত্বাদৃশ
১১৭.তার মত=তাদৃশ
১১৮.তনুর ভাব=তনিমা
১১৯.থেমে থেমে চলার যে ভঙ্গি=ঠমক
১২০.দাম উদরে যাহার=দামোদর
১২১.দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত=আধিদৈবিক
১২২.দুরথীর যুদ্ধ =দ্বৈরথ
১২৩.দুই নদীর মধ্যবর্তী স্থান =দোয়াব
১২৪.দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ =রোজনামচা
১২৫.দুগ্ধবতী গাভী=পয়স্বিনী
১২৬.ধান্যাদি পরিমাপকারী =কয়ালি
১২৭.নিবেদন করা হয় যা=নৈবদ্য
১২৮.নির্ভুল মুনিবাক্য=আপ্তবাক্য
১২৯.নিকৃষ্ট ব্যক্তি =অজন
১৩০.নিচে জল আছে যার=অন্তঃসলিলা
১৩১.প্রস্থান করতে উদ্যত =চলিষ্ণু
১৩২.প্রদীপ শীর্ষের কালি=অঞ্জন
১৩৩.পেতে ইচ্ছা=ঈপ্সা
১৩৪.পেটের পীড়া ও তৎসহ জ্বর =জ্বরাতিসার
১৩৫.প্রতিবিধান করার ইচ্ছা=প্রতিবিধিৎসা
১৩৬.পাখির ডানা ঝাপটা =পাখসাট
১৩৭.পায়ে হেঁটে যে গমন করে না=পন্নগ
১৩৮.পায়ে হাঁটা =পদব্রজ
১৩৯.ফিকা কমলা রঙ=বাসন্তী
১৪০.পুরুষের কর্ণভূষণ =বীরবৌলি
১৪১.পূর্ণিমার চাঁদ =রাকা
১৪২.প্রভাতের নবোদিত সূর্য=বালার্ক,বালসূর্য
১৪৩.বসন আলগা যার=অসংবৃত
১৪৪.বীজ বপনের উপযুক্ত সময়=জো
১৪৫.বেলা ভূমিকে অতিক্রম =উদ্বেল
১৪৬.বিশেষ ভাবে দর্শন =বীক্ষণ
১৪৭.ভোরে গাওয়ার উপযুক্ত গান=ভোরাই
১৪৮.মরনের জন্য অনশন =প্রায়োপবেশন
১৪৯.মেঘের ধ্বনি=জীমূতমন্ত্র
১৫০.মন্থন করা হয়েছে=মথিত
১৫১.মাথায় টাক=খলতি
১৫২.যার কিছু নেই=আকিঞ্চন
১৫৩.যাহার বসন (পোশাক) মাটির রঙের=গৈরিকবসনা
১৫৪.যার পঞ্জরাস্থি ক্ষীণ =উনপাঁজুরে
১৫৫.যার দিক থেকে চক্ষু ফেরানো যায় না=অসেচনক
১৫৬.বলা হতে যাচ্ছে বা হবে=বক্ষ্যমাণ
১৫৭.যার কীর্তি শ্রবণে পূণ্য জন্মে=পূণ্যশ্লোক
১৫৮.যাহা উচ্চারণ করিতে কষ্ট হয়=দুরুচ্চার্য
১৫৯.যে স্ত্রীর বশীভূত =স্ত্রৈণ
১৬০.যা শুনলে দুঃখ দূর হয়=দুঃশ্রব
১৬১.যা গমন করে না=নগ
১৬২.যার স্পৃহা দূর হয়েছে=বীতস্পৃহ
১৬৩.লয় প্রাপ্ত হয়েছে=লীন
১৬৪.শত্রুকে পীড়া দেয় যে=পরন্তপ
১৬৫.শক্তির উপাসনা করে যে=শাক্ত
১৬৬.শাল গাছের ন্যায় দীর্ঘাকার=শালপ্রাংশু
১৬৭.ষাঁড়ের চেহারা তুল্য =ষণ্ডামার্কা
১৬৮.সুদে টাকা খাটানো=তেজারতি
১৬৯.স্বর্গের গঙ্গা=মন্দাকিনী
১৭০.হাতি বাঁধার রজ্জু=আন্দু
১৭১.হস্তী রাখার স্থান =বারী,পিলখানা
১৭২.হস্তী তাড়নের নিমিত্ত ব্যবহৃত লৌহদণ্ড =অঙ্কুশ
১৭৩.হস্তীর চারণভূমি=প্রচার
১৭৪.হত্যা করে যে=হন্তারক
১৭৫.অব্যক্ত মধুর ধ্বনি=কলতান
১৭৬.যার বাসস্থান নেই=অনিকেতন
১৭৭.আয়ুর পক্ষে হিতকর=আয়ুষ্য
১৭৮.ইতয়ার পুত্র=ঐতরেয়
১৭৯.কর্মে অতিশয় তৎপর =করিৎকর্মা
১৮০.কুরুর পুত্র=কৌরব
১৮১.কুন্তীর পুত্র=কৌন্তের
১৮২.চৌত্রিশ অক্ষরে স্তব=চৌতিশা
১৮৩.জয়লাভ করতে অভ্যস্ত যে=জিষ্ণু
১৮৪.জয় করার যোগ্য=জেতব্য
১৮৫.তমঃদূর করে যে=তমোনাশ
১৮৬.দান করে যে কেড়ে নেয়=দত্তাপহারী
১৮৭.দান করার ইচ্ছা=দিৎসা
১৮৮.ন্যায় শাস্ত্রে পণ্ডিত যিনি=নৈয়ায়িক
১৮৯.পিতার ভগিনী=পিতৃষসা
১৯০.পুণ্ডরীক্ষের ন্যায় অক্ষি যার=পুণ্ডরীকাক্ষ
১৯১.বাক্য ও মনের অগোচর=অবাঙ্মনসগোচর
১৯২.ভ্রাতাদের মধ্যে সদ্ভাব =সৌভ্রাত্র
১৯৩.মৃত্যু কামনায় উপবাস=প্রায়োপবেশন
১৯৪.যে আতপ থেকে ত্রাণ করে=আতপত্র
১৯৫.যে সুপথ থেকে ভিন্ন পথে গেছে=উন্মার্গগামী
১৯৬.যে উপরে উঠেছে =আরূঢ়
১৯৭.যে পার হতে ইচ্ছুক=তিতীর্যু
১৯৮.যে অট্টালিকা দেখতে সুন্দর=হর্ম্য
১৯৯.যে নদীর জল পূণ্যদায়ক=পূণ্যতোয়া
২০০.যে অস্ত্র একশত জনকে বধ করতে পারে=শতঘ্নী
…………………………………………………
____সয়ংসম্পুর্ণ প্রস্তুতির জন্য আরো যেগুলো জানতে হবে:
🕸যে বহু বুলি বলে=হরবোলা 🕸যা বিচারের দ্বারা ঠিক করা যায় না=অপ্রতর্ক্য 🕸যা মিলিয়ে যাচ্ছে=অপমৃয়মান 🕸যা পূর্বে কথিত বা উল্লিখিত =প্রাগুক্ত 🕸যা শল্য ব্যথা দূর করে=বিশল্যকরণী 🕸যার উদর বক্রগতি সম্পন্ন=কাকোদর 🕸শুনতে ইচ্ছুক=শুশ্রুষু 🕸হস্তীর চিৎকার =বৃংচিত 🕸রঘুর পুত্র=রাঘব 🕸পদ্মের ডাঁটা=মৃণাল 🕸হাতির পিঠে আরোহী বসার স্থান =হাওদা 🕸যা সহজে অপনীত হবার নয়=দুরপনেয় 🕸সন্তানের মত যত্নে=অপত্যনির্বিশেষে 🕸যে রমণীর হাসি পবিত্র=শুচিস্মিতা 🕸যে রমণীর হাসি সুন্দর=সুহাসিনী
.
😇 অকালে পক্ব হয়েছে যা—অকালপক্ব। 😇 অক্ষির অগোচরে—পরোক্ষ। 😇 অক্ষির সম্মুখে—প্রত্যক্ষ। 😇 অগ্রে গমন করে যে—অগ্রগামী। 😇 অতি দীর্ঘ নয়—নাতিদীর্ঘ। 😇 অতি শীতলও নয় অতি উষ্ণও নয়—নাতিশীতোষ্ণ। 😇 অগ্রে জন্মগ্রহণ করেছে যে—অগ্রজ। 😇 অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন—দুর্ভিক্ষ। 😇 অনেকের মধ্যে একজন—অন্যতম। 😇 অনুসন্ধান করার ইচ্ছা— অনুসন্ধিৎসা।
.
👉 পশ্চাতে গমন করে যে—অনুগামী। 👉 অবশ্যই যা ঘটবে—অবশ্যম্ভাবী। 👉 অভিজ্ঞতার অভাব যার— অনভিজ্ঞ। 👉 অহংকার করে যে—অহংকারী। 👉 অহংকার নেই এমন—নিরহংকার। 👉 অল্প ব্যয় করে যে—মিতব্যয়ী। 👉 আকাশ পথে যে যান ব্যবহার করা যায়—নভোযান। 👉 আচারে নিষ্ঠা আছে যার— আচারনিষ্ঠ। 👉 আদি থেকে অন্ত পর্যন্ত—আদ্যন্ত। 👉 আপনার বর্ণ লুকায় যে— বর্ণচোরা।
.
😇 আমিষের অভাব—নিরামিষ। 😇 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার— আস্তিক। 😇 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার— নাস্তিক। 😇 আকাশে ওড়ে যে—খেচর। 😇 ইতিহাস জানেন যিনি— ইতিহাসবেত্তা। 😇 ইন্দ্রিয়কে জয় করেছে যে—জিতেন্দ্রিয়। 😇 ক্ষণকালের জন্য স্থায়ী—ক্ষণস্থায়ী। 😇 উপায় নেই যার—নিরুপায়। 😇 উপকার করেন যিনি—উপকারক। 😇 উপকারীর উপকার স্বীকার করা— কৃতজ্ঞতা
.
👉 কল্পনা করা যায় না এমন— অকল্পনীয়। 👉 খাওয়ার ইচ্ছা—ক্ষুধা। 👉 গরুর ডাক—হাম্বা। 👉 চোখে যার লজ্জা নেই— চশমখোর। 👉 জন্ম থেকে আরম্ভ করে—আজন্ম। 👉 জানা আছে যা—জ্ঞাত। 👉 জানা নেই যা—অজ্ঞাত। 👉 জলে ও স্থলে চরে যে—উভচর। 👉 জায়া ও পতি—দম্পতি। 👉 জীবন পর্যন্ত—আজীবন।
.
😇 একই গুরুর শিষ্য—সতীর্থ। 😇 একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট— একাগ্রচিত্ত। 😇 একই সময়ে—যুগপৎ। 😇 একই সময়ে বর্তমান— সমসাময়িক। 😇 একই মাতার উদরে জন্ম যাদের— সহোদর। 😇 কোনো ভাবেই যা নিবারণ করা যায় না—অনিবার্য। 😇 কণ্ঠ পর্যন্ত—আকণ্ঠ। 😇 কম কথা বলে যে—মিতভাষী। 😇 যার কোনো কিছুতে ভয় নেই—অকুতোভয়। 😇 যার অন্য উপায় নেই—অনন্যোপায়। 😇 যার কাজ করার শক্তি আছে—সক্ষম।
.
👉 যার আকার নেই—নিরাকার। 👉 যার পীড়া হয়েছে—পীড়িত। 👉 যার উপস্থিত বুদ্ধি আছে—প্রত্যুৎপন্নমতি। 👉 যিনি অধিক ব্যয় করেন না—মিতব্যয়ী। 👉 যিনি শিক্ষা দান করেন—শিক্ষক। 👉 যিনি বিশেষ জ্ঞান রাখেন—বিশেষজ্ঞ। 👉 শুভক্ষণে জন্ম যার—ক্ষণজন্মা। 👉 শত্রুকে দমন করে যে—অরিন্দম। 👉 শৈশবকাল অবধি—আশৈশব। 👉 শুকনো পাতার শব্দ—মর্মর।
.
😇 সকলের জন্য প্রযোজ্য—সর্বজনীন। 😇 সমুদ্র পর্যন্ত—আসমুদ্র। 😇 সমস্ত পৃথিবীর লোকের বন্দনাযোগ্য—বিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য। 😇 সারা দুনিয়ায় খ্যাত—জগদ্বিখ্যাত। 😇 সাধনা করেন যিনি—সাধক। 😇 সিংহের ডাক—হুংকার। 😇 সোনার মতো দেখতে—সোনালি। 😇 হনন করার ইচ্ছা—জিঘাংসা। 😇 হরিণের চামড়া—অজিন। 😇 হিত কামনা করে যে—হিতৈষী।
.
👉 হঠাৎ রাগ করে যে—রগচটা। 👉 হাতির ডাক—বৃংহণ/বৃংহিত। 👉 কষ্টে গমন করা যায় যেখানে—দুর্গম। 👉 কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর। 👉 কী করতে হবে তা বুঝতে না পারা কিংকর্তব্যবিমূঢ় 👉 কূলের সমীপে—উপকূল। 👉 কর্ম সম্পাদনে পরিশ্রমী—কর্মঠ। 👉 কল্পনা করা যায় না এমন—অকল্পনীয়। 👉 কোকিলের স্বর—কুহু। 👉 খাবার যোগ্য—খাদ্য।
.
👉 দমন করা যায় না এমন—অদম্য।
👉 দিনের মধ্যভাগ—মধ্যাহ্ন।
👉 দিনে যে একবার আহার করে—একাহারী।
👉 দিবসের প্রথম ভাগ—পূর্বাহ্ন।
👉 দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।
👉 দূরে দেখে না যে—অদূরদর্শী।
👉 নষ্ট হয় যা—নশ্বর।
👉 নিশাকালে চরে বেড়ায় যে—নিশাচর।
👉 নদীমাতা যার—নদীমাতৃক।
👉 নূপুরের শব্দ—নিক্বণ।
.
😇 নতুন কিছু তৈরি করা—উদ্ভাবন।
😇 নিজের অধিকার—স্বাধিকার।
😇 নষ্ট হয়ে যাওয়া জিনিসের গাদা—আবর্জনা।
😇 নিজের ইচ্ছায়—স্বেচ্ছায়।
😇 পরের অধীন—পরাধীন।
😇 পা থেকে মাথা পর্যন্ত—আপাদমস্তক।
😇 পান করার ইচ্ছা—পিপাসা।
😇 প্রতিভা আছে যার—প্রতিভাবান।
😇 পরিহার করা যায় না এমন—অপরিহার্য।
😇 পান করার যোগ্য—পেয়।
.
👉 প্রহরা দেয় যে—প্রহরী।
👉 পাখির কলরব—কূজন।
👉 পান করার ইচ্ছা—পিপাসা।
👉 পা হতে মাথা পর্যন্ত—আপাদমস্তক।
👉 পেছনে সরে যাওয়া—পশ্চাদপসরণ।
👉 প্রাণ আছে যার—প্রাণী।
👉 ফল পাকলে যে গাছ মরে যায়—ওষধি।
👉 বাঘের ডাক—গর্জন।
👉 বয়সে সবচেয়ে ছোট—কনিষ্ঠ।
👉 বয়সে সবচেয়ে বড়—জ্যেষ্ঠ।
.
😇 বেশি কথা বলে যে—বাচাল।
😇 বরণ করার যোগ্য—বরণীয়।
😇 বিচার নেই এমন—অবিচার্য।
😇 ব্যাকরণ জানেন যিনি—বৈয়াকরণ।
😇 বীরদের মধ্যে শ্রেষ্ঠ—বীরশ্রেষ্ঠ।
😇 বেঁচে আছে এমন—জীবিত।
😇 বিনা পয়সায়—মুফত/মাগনা।
😇 বিভিন্ন জাতি সম্পর্কীয়—বহুজাতিক।
😇 বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ ঘোরে—উপগ্রহ।
😇 ভয় নেই যার—নির্ভীক।
.
👉 ভিক্ষার অভাব—দুর্ভিক্ষ।
👉 ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন— ভাষাবিদ।
👉 ভোজন করতে ইচ্ছুক—বুভুক্ষু।
👉 ভাবা যায় না এমন—অভাবনীয়।
👉 ভ্রমরের গান—গুঞ্জন।
👉 মধুর ধ্বনি—মধুরা।
👉 মরণ পর্যন্ত—আমরণ।
👉 মৃতের মতো অবস্থা—মুমূর্ষু।
👉 মেধা আছে যার—মেধাবী।
👉 ময়ূরের ডাক—কেকা।
.
😇 মায়ের মতো যে ভূমি—মাতৃভূমি।
😇 মিষ্টি কথা বলে যে—মিষ্টভাষী।
😇 যে গাছ অন্য গাছের ওপর জন্মে— পরগাছা।
😇 যে নারীর পুত্রসন্তান হয়নি—অপুত্রক।
😇 যে পরিণাম বোঝে না— অপরিণামদর্শী।
😇 যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না—বনস্পতি।
😇 যে জামাই শ্বশুরবাড়ি থাকে— ঘরজামাই।
😇 যে মেয়ের বিয়ে হয়নি—অনূঢ়া।
😇 যে পরে জন্মগ্রহণ করেছে—অনুজ।
😇 যে জমিতে দুবার ফসল হয়—দো-ফসলা।
.
👉 যে সংবাদ বহন করে—সাংবাদিক।
👉 যে অত্যাচার করে—অত্যাচারী।
👉 যে শব্দ বাধা পেয়ে ফিরে আসে— প্রতিধ্বনি।
👉 যে অন্যের অধীন নয়—স্বাধীন।
👉 যে নৌকা চালায়—মাঝি।
👉 যেখানে লোকজন বাস করে— লোকালয়।
👉 যে উপকারীর উপকার স্বীকার করে —কৃতজ্ঞ।
👉 যে হিংসা করে—হিংসক।
👉 যে উপকারীর অপকার করে—কৃতঘ্ন।
👉 যে বিদেশে থাকে—প্রবাসী।
.
😇 যে আকাশে চরে—খেচর।
😇 যা মর্ম স্পর্শ করে—মর্মস্পর্শী।
😇 যা সহজে লাভ করা যায়—সুলভ।
😇 যা সহজে লাভ করা যায়—সুলভ।
😇 যা সহজে ভেঙে যায়—ভঙ্গুর।
😇 যা বালকের মধ্যেই সুলভ—বালসুলভ।
😇 যা লাফিয়ে চলে—প্লবগ।
😇 যা বুকে হাঁটে—সরীসৃপ।
😇 যা বলার যোগ্য নয়—অকথ্য।
😇 যা চুষে খাওয়া যায়—চুষ্য।
.
👉 যা জলে জন্মে—জলজ।
👉 যা দেখা যাচ্ছে—দৃশ্যমান।
👉 যা পূর্বে ছিল এখন নেই—ভূতপূর্ব।
👉 যা একইভাবে চলে —গতানুগতিক।
👉 যা বাক্যে প্রকাশ করা যায় না— অবর্ণনীয়।
👉 যা কষ্ট করে জয় করা যায়— দুর্জয়।
👉 যা হবেই/হইবে—ভাবী।
👉 যা সহজে দমন করা যায় না— দুর্দমনীয়।
👉 যা মাটি ভেদ করে ওঠে—উদ্ভিদ।
👉 যা ফুরায় না—অফুরান।
.
😇 যা জলে চরে—জলচর।
😇 যা কষ্টে লাভ করা যায়—দুর্লভ।
😇 যা পূর্বে ঘটেনি—অভূতপূর্ব।
😇 যার তল স্পর্শ করা যায় না— অতলস্পর্শী।
😇 যার বিশেষ খ্যাতি আছে—বিখ্যাত।
😇 যার নাম কেউ জানে না— অজ্ঞাতনামা।
😇 যার পত্নী গত হয়েছে—বিপত্মীক।
😇 যার ভাতের অভাব—হাভাতে।
😇 যার মমতা নেই—নির্মম।
😇 যার তুলনা হয় না—অতুলনীয়।
.
😇 যার সীমা নেই—অসীম।
😇 যার তুলনা নেই—অতুলনীয়।
😇 যার অন্ত নেই—অন্তহীন।
😇 যার শত্রু জন্মায়নি—অজাতশত্রু।
😇 গরু রাখার স্থান — গোয়াল।
😇 ঢেউয়ের ধ্বনি — কল্লোল।
😇 পুবের বাতাস — পুবালি।
😇 গরু চরায় যে — রাখাল।
😇 গাভির ডাক — হাম্বা।
😇 বিশ্বের যে নবী — বিশ্বনবী।
.
👉 বিদেশে থাকে যে — প্রবাসী।
👉 পুতুল পূজা করে যে — পৌত্তলিক।
👉 রুপার মতো — রুপালি।
👉 মাটির তৈরি শিল্পকর্ম — মৃৎশিল্প।
👉 আঠা যুক্ত আছে যাতে — আঠালো।
👉 চালচলনের উৎকর্ষ — সভ্যতা।
👉 পুরুষানুক্রমিক — ঐতিহ্য।
👉 চিত্রকর্মের কাঠামো — নকশা।
👉 জীবন পর্যন্ত — আজীবন।
👉 জনশূন্য স্থান — নির্জন।
.
😇 যে বৃক্ষের ফুল না হলেও ফল হয় — বনস্পতি।
😇 মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ — মৌমাছি।
😇 জ্ঞানের সঙ্গে বিদ্যমান — সজ্ঞান।
😇 আপনাকে ভুলে থাকে যে — আপনভোলা।
😇 বিলম্বে নয় এমন — অবিলম্বে।
😇 স্থির নয় এমন — অস্থির।
😇 ফুল হতে জাত — ফুলেল।
😇 আলাপ করতে তৎপর — আলাপী।
😇 আলোচনার বিষয়বস্তু — আলোচ্য।
😇 মুক্তি কামনা করে যে — মুক্তিকামী।
.
👉 মৃত্তিকা দিয়ে নির্মিত — মৃন্ময়।
👉 স্রোত আছে যার — স্রোতস্বতী।
👉 প্রাচীন ইতিহাস — প্রত্নতাত্ত্বিক।
👉 প্রাণিদেহ থেকে লব্ধ — প্রাণিজ।
👉 রোগনাশক গাছগাছড়া — ভেষজ।
👉 আলো ছড়ায় যে পাখি — আলোর পাখি।
👉 শিক্ষা করছে যে — শিক্ষানবিশ।
👉 বিচিত্রতায় পূর্ণ যা — বৈচিত্র্যপূর্ণ।
👉 খাদ নেই যাতে — নিখাদ।
👉 বনে বাস করে যে — বনবাসী।
👉 যা বনে চরে — বনচর।
👉 আকাশ ও পৃথিবী — ক্রন্দসী।
👉 অন্বেষণ করার ইচ্ছা — অন্বেষা।
👉 উদ্দাম নৃত্য — তাণ্ডব।
👉 যা সহজেই ভেঙে যায় — ঠুনকো।
👉 বিনা অপরাধে সংঘটিত হত্যা — গণহত্যা