শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তােলার লক্ষ্যে স্ব-অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত মিরপুর সাইন্স কলেজে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেতনসহ অন্যান্য সুযােগ-সুবিধা ১০০% (শতভাগ) কলেজ কর্তৃপক্ষ প্রদান সাপেক্ষে নিম্নে উল্লেখিত পদসমূহে নিয়ােগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে
১। আবেদনের নিয়ম: যােগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ইং (প্রভাষক), ২২ ডিসেম্বর, ২০২১ইং (প্রদর্শক) তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার যাবতীয় কাগজপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রেরকপি, কর্মরতদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অনুমতিপত্র বা এনওসি, সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি এবং যে কেনাে ব্যাংক হতে ‘মিরপুর সাইন্স কলেজ’-এর অনুকূলে প্রতিটি পদের জন্য ৫০০/টাকার ব্যাংক ড্রাফ/পে-অর্ডার (অফেরতযােগ্য) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মিরপুর সাইন্স কলেজ, বাসা নং-১৬, রােড-৬, ব্লক-এ, সেকশন-১০, মিরপুর, বেনারশী পল্লী, ঢাকা-১২১৬ এই ঠিকানায় পৌঁছাতে হবে। খামের উপর অবশ্যই পদ ও বিষয়ের নাম উল্লেখ করতে হবে।
২। প্রভাষক পদে লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর, ২০২১ইং এবং প্রদর্শক পদে লিখিত পরীক্ষা ২৪ ডিসেম্বর, ২০২১ইং সকাল ১০:০০ ঘটিকায় মিরপুর সাইন্স কলেজে অনুষ্ঠিত হবে। ৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডেমাে ক্লাস এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ইমেইল/এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। ৪। প্রার্থীদের উল্লিখিত পদে পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকেই কলেজ কর্তৃপক্ষ যে কোনাে আবেদন বাতিল কিংবা নিয়ােগ কার্যক্রম পরিবর্তন, সংশােধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। মােঃ আনােয়ার হােসেন রিপন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
আবেদনের শেষ তারিখঃ ১৫ ডিসেম্বর ২০২১ইং