যশোর ক্যান্টনমেন কলেজে চাকরির বিশাল সুযোগ
ক্যান্টনমেন কলেজে বিধি মোতাবেক ক্যান্টনমেন্ট কলেজ যশোর-এ পরিচালনা পর্ষদ কর্তৃক নিম্নবর্ণিত শুন্য পদের বিপরীতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষ (প্রভাষক) নিয়েগের লক্ষো যেড়্য প্রর্থীদের নিকট হতে ০৬--৯-২০১৮ তারিখের মধ্যে লিখিত আবেদন পত্র আহবান করা যচ্ছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য (সিবিধাবলী/ শর্তাবলী) এবং আবেদন ফরমের যমুনা www.jcc.edu.bd এই ঠিকানায় পাওয়া যাবে।
যেসকল বন্ধগন আবেদন করতে ইচ্ছুক তাদের আপডেট বায়ডাটা সহ প্রয়োজনীয় কাগজ পত্র পঠিয়ে দিবে, নিম্নেক্ত ঠিকানায।
পদের নামঃ প্রভাষক (ইংরেজী) / প্রভাষক (রসায়ন) / প্রভাষক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং)
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণির মাস্টার্স সমগ্র শিক্ষা জীবনে কোন পরীক্ষায় ৩য় শ্রেণী / সমমানের জিপিএ গ্রহনযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখঃ ০৬ সেপ্টেম্বর ২০১৮ইং।