অধ্যাক্ষের কার্যালয় যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)
স্কিলস ফর ইমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম (SEIP) প্রকল্পের আওতায় যেশোর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে প্রকল্প মেয়াদকালীন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করিবার লক্ষ্যে খন্ডকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ও দৈনিক সন্মানী ভাতার ভিত্তিতে নিম্নোক্ত ছকে বর্ণিত পদসমূহে নিয়োগের জন বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আহব্বান করা যাইতেছে।
আপনার অভিজ্ঞতা কজে লাগিয়ে পেয়ে যাবেন আনপার সপ্নের চাকরি, চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচে বড় ব্যাপার হয়ে দাড়ায় অভিজ্ঞতা । তাই প্রথম চাকরিটা না হয় অভিজ্ঞতার জন্যই করেন ।
পদের নামঃ ০১।অতিথি জব প্লেসমেন্ট অফিসার।
০২। অতিথি প্রশিক্ষক (গ্রাফিক্স ডিজাইন)
০৩। অতিথি প্রশিক্ষক (আইটি সার্পোট সার্ভিস)
০৪। অতিথি প্রশিক্ষক ( রেফ্রিজারেশ এন্ড এয়াক কন্ডিশন)
০৫। অতিথি প্রশিক্ষক ( ইলেকট্রনিক্স)
০৬। অতিথি প্রশিক্ষক ( ইলেকট্রিক্যাল)
আবেদনের শেষ তারিখঃ ০৬ সেপ্টেম্বর ২০১৮।
যেসকল বন্ধুগন আবেদন করতে আগ্রহীগন সাদা কাগজে তাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ ,নাগরীকত্ব সনদ, চারিত্রিক সনদ , জাতীয় পরিচয় পত্রের কপি,ও সদ্য তোলা ৩কপি পাসপোর্ট সাইজের ফটো সহ আগামী ০৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে পাঠাতে হবে।
বিস্তারিত জানতে নিচের ইমেজ ফাইলে দেখুন।