গতি নিয়ে কিছু সাধারন জ্ঞান

১। দ্রুতি / বেগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় - স্পিডোমিটার।
২। ঘড়ির কাঁটার গতি হলো - পর্যায়বৃত্ত গতি। 
৩। বেগের আই এস একক হলো—মিটার/সেকেন্ড। 
৪। সময়ের পরিপ্রেক্ষিতে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। 
৫। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে। 
৬। সরল দোলকের গতি হলো—স্পন্দন গতি। 
৭। পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি হলো -পর্যায়বৃত্ত গতি। 
৮। ভেক্টর রাশির উদাহরণ হলো—সরণ, বল, তড়িৎ তীব্রতা। 
৯। এক মিনিটে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার সরণ—0
১০। বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলে—দ্রুতি। 
১১। গতির সমিকরণ –চারটি। 
১২। অভিকর্ষ বল ক্রিয়া হতে পারে –পৃথিবী ও একটি বইয়ের মধ্যে। 
১৩। পড়ন্ত বস্তুর সূত্রাবলী প্রদান করেছেন—গ্যালিলিও। 
১৪। বস্তুর ওজন সবচেয়ে বেশি—মেরু অঞ্চলে। [৩৭ তম বিসিএস] 
১৫। বস্তর ওজন সবচেয়ে কম—বিষুব অঞ্চলে। 
১৬। পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি—বিষুব অঞ্চলে।