Header Ads Widget

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০১৮

#বাংলাদেশের বর্তমান বেকারত্বের হার কত?
৪.৪ শতাংশ। ২০১০ সালে ছিল ৩.৪ শতাংশ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO)রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক বেকারত্বের বর্তমান হার ৫.৬ শতাংশ।
.
#বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন কোনটি?
৮ জানুয়ারি ২০১৮; সোমবার। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই দিনে দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।
.
#বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?
ওষুধ। ২০১৭ সালের product of the year ছিল চামড়া ও চামড়াজাত পণ্য।
.
#বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি?
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি। ২০১৮ সালের ২৫ জানুয়ারি তাকে নিয়োগ দেওয়া হয়।
.
#বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?
জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহায়তায় এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সহায়তায় এটি নির্মিত হয় এবং উপমন্ত্রীর নামেই টাওয়ারটির নাম হয় জ্যাকব টাওয়ার। এটি দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক ও সুউচ্চ ওয়াচ টাওয়ার। এর ডিজাইনার হলের স্থপতি কামরুজ্জামান লিটন।
.
#২০১৮_সালে জগত্তারিণী পদক লাভ করেন কোন বাংলাদেশী?
ঢাবির ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। কলকাতা বিশ্ববিদ্যালয় ২ বছর পর পর এই পদক দিয়ে থাকেন। ১৯২১ সালে বাঙ্গালী শিক্ষাবিদ,গণিতজ্ঞ ও আইনবিদ স্যার আশুতোষ মুখার্জির মা জগত্তারিণী দেবীর নামে এই সম্মাননা প্রবর্তিত হয় এবং প্রথম এই পদক পান রবীন্দ্রনাথ ঠাকুর।
.
#'র‍্যাপিড পাস' কি?
বাংলাদেশের সকল পরিবহনের ভাড়া পরিশোধের একক কার্ডের নাম। এটি ২০১৮ সালের ১৮ জানুয়ারি উদ্ধোধন করা হয়।
.
=>বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।
.
#বাংলাদেশে বর্তমানে কতটি খাতের ওপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন(GDP) নিরূপণ করা হয়?
১৫ টি। ২০০৫-০৬ অর্থবছর ককে GDP'র ভিত্তিবছর বলা হয়।