Header Ads Widget

গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস্‌ লি এ চাকরির সুযোগ

গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস্‌ লি: এর ওষুধ বিপণন কার্যক্রমের জন্য নিম্নলিখিত পদে অধূমপায়ী ও পান সেবন হতে বিরত কর্মী আবশ্যক ৷ সকল প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নিজ জেলায় কাউকে নিয়োগ দেওয়া হবে না ।
 

ডিষ্ট্রিঝ ম্যানেজারঃ ৩(তিন) জন। ল্লাতক/ ল্লাতকোত্তর । প্রার্থীকে কোন ওষুধ কোম্পানীর মার্কেটিং সুপারভাইজারের কাজে কমপক্ষে ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে ।


মেডিকেল প্রমোশন অফিসারঃ
৩০(ত্রিশ) জন । যে কোন বিভাগে কমপক্ষে ল্লাতক ৷ এইচ এস সি-তে বিজ্ঞানসহ ল্লাতকদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ (পয়ত্রিশ) বছর।


বেতন ছাড়াও কোম্পানীর বিধি মোতাবেক যাতায়াত বিল, বিক্রির উপর ইনসেনটিভ এবং মোবাইল বিল
প্রদান করা হবে।


আগ্রহী প্রার্থীদেরকে নিস্লের ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য আবেদন পত্র সহ, পূর্ণ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি ও আনুষঙ্গিক কাগজপত্রসহ আগামী ১৭ জানুয়ারী, ২০২২ তারিখে সকাল ১০ টা হতে বিকাল ৩টার মধ্যে উপস্থিত হতে অনুরোধ করা হল।

যোগযোগের ঠিকানাঃ

ব্যবস্থাপনা পরিচালক
সমস্বাস্ট্য ফার্মামীডাটিব্রেলসূ নামিটেত
মির্জানগর ভায়া- সাভার ক্যান্ট., সাভার, ঢাকা- ১৩৪৪
৬ মোবাইল নং: ০১৬৭৪-৬৩৫৮২৯, ০১৭৯৩-০০৩১৪৩