০১। ন্যাশনাল মডেল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের জন্য নিম্নেলিখিত পদে যােগ্য ও আদর্শ শিক্ষক নিয়ােগ করা হইবে।
.
পদের নামঃ সহকারী শিক্ষক
.
বিষয় ও পদের নামঃ বাংলা - ০২ জন, ইংরেজি-০৪ জন, বিজ্ঞান - ০৪ জন, ইসলাম শিক্ষা -০২ জন, ড্রয়িং -০১জন।
.
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর, ইডেক্সধারী ও অভিজ্ঞদের অগ্রাধিকার।
.
বেতনঃ আলোচনা সাপেক্ষ।
.
২। শর্তাবলী : আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মােৰাইল নাম্বার, পাসপাের্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি, NID এর ফটোকপি, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি ও ন্যাশনাল মডেল ইনস্টিটিউট” এর অনুকূলে ২০০/(দুইশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী ২০/১২/২০১১ ইং তারিখের মধ্যে ডাকযােগে/সরাসরি অধ্যক্ষ, ন্যাশনাল মডেল ইনষ্টিটিউট স্কুল এন্ড কলেজ এর ঠিকানায় পৌঁছাতে হবে।
৩। লিখিত পরীক্ষার তারিখ ২৩/১২/২০২১ইং বৃহস্পতিবার, সময় SMS এর মাধ্যমে জানানাে হবে।
৪। যে কোন ধরনের সুপারিশ চাকুরির অযােগ্য বলে বিবেচিত হবে। ৫। যাতায়াতের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।