বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেকেই টেনশন করে বা অনেক কোচিং সেন্টারে ভর্তি হন কিন্তু নিচে নিচে চর্চা করে কম। আপনি যেখানেই ভর্তি হন না কেন আপনাকে কেও পড়ে দিবে না সবাই পথ দেখিয়ে ছেড়ে দিবে আপনাকেই সেই পথ দিয়ে হাটতে হবে। কখুন ও আটকে গেলে তারা হেল্প করবে।