Header Ads Widget

বেসিক ব্যাংকে চাকরি আছে চার পদে

রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকে মোট চার পদে ৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ব্যাংকের ওয়েবসাইটে সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সহকারী ম্যানেজার (আইসিটি)- সফটওয়ার ইঞ্জিনিয়ার পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে নিয়োগপ্রাপ্তদের সব মিলিয়ে মাসিক বেতন হবে ৫০ হাজার টাকা।
প্রার্থীদের কম্পিউটার সাইন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে এমএসসি অথবা বিএসসি কিংবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের কোটার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
সহকারী ম্যানেজার (আইসিটি)- নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট পদে নেওয়া হবে একজনকে। এ পদের বেতন মাসিক বেতন ৫০ হাজার টাকা।
এছাড়া সহকারী ম্যানেজার (আইসিটি)-ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদের মাসিক বেতন ৫০ হাজার টাকা।
অফিসার (আইসিটি)- ইওডি স্পেশালিস্ট পদে নেওয়া হবে তিনজনকে। সর্বোচ্চ ৩৩ বছর বয়সীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন। মাসিক ৪০ হাজার টাকা এ পদের বেতন।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যসহ জীবনবৃত্তান্ত ও আবেদনপত্র ২০ মে'র মধ্যে সরাসরি ডাকযোগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠাতে হবে।