বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনে বিভিন্ন পদে মোট ২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে কর্পোরেশনের ওয়েবসাইট-www.biwtc.gov.bd এই ঠিকানায়।
এতে
পোগ্রামার পদে নেওয়া হবে একজন, নিরীক্ষা অফিসার নেওয়া হবে দুইজন, কনিষ্ঠ
প্রকৌশলী পদে নেওয়া হবে তিনজন, ট্রাফিক অফিসার একজন, প্রশাসনিক অফিসার
দুইজন, নৌ-তত্ত্বাবধায়ক তিনজন, সহকারী হিসাব রক্ষণ অফিসার চারজনকে নেওয়া
হবে।
এছাড়া সহকারী স্টোর অফিসার একজন, সহকারী নিরীক্ষা অফিসার দুইজন এবং সহ-ক্রয় অফিসার পদে নেওয়া হবে তিনজনকে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, আগামী ২৪ জুনের মধ্যে চাকরির আবেদনের মডেল অনুযায়ী 'চীফ পার্সোনাল
ম্যানেজার, বিআইডব্লিউটিসি, ২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর,
ঢাকা-১০০০ এই ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে।