অসাধান কিছু সাধারন জ্ঞান সরকারি পরিক্ষার জন্য

। আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন - আইনস্টাইন।
। কোয়ান্টাম তত্ত্বপ্রদান করেছেন - প্ল্যাঙ্ক।
। বোসন নামটি এসেছে - সত্যেন্দ্র নাথ বসুর নাম অনুসারে।
। মৌলিক রাশিগুলো হলো - ভর, তড়িৎ প্রবাহ ও পদার্থের পরিমাণ।
। ইউরোপের শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—জেমস ওয়াটে বাষ্পীয় ইঞ্জিন।
। দৈর্ঘ্য পরিমাপের একক –মিটার।
। ভর পরিমাপের একক—কিলোগ্রাম।
। সময় পরিমাপের একক—সেকেন্ড।
। তাপমাত্রা পরিমাপের একক—কেলভিন।
। তড়িৎ প্রাবাহ পরিমাপের একক--অ্যাম্পিয়ার।
। পারমাণবিক বোমার আবিষ্কারক—ওপেনহেইমার।
। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে— বিজ্ঞানী গ্যালিলিওর হাত ধরে।
। সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত হয়ে আছেন—বিজ্ঞানী থেলিস।
। লিভারের নীতি আবিষ্কার করেন—আর্কিমিডিস।
। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন—ওয়েরস্টেড।
। বায়ু পাম্প আবিষ্কার করেন—ভন গুয়েরিক।
। পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন—লিউনার্দো দা ভিঞ্চি।
। সৌরকেন্দ্রিক ধারণা প্রদাণ করেন—কোপার্নিকাস।
। সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যদির সংজ্ঞা প্রদান করেন—গ্যালিলিও।
। মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন—নিউটন।
। বলবিদ্যা আবিষ্কার করেন—নিউটন।
। ক্যালকুলাস আবিষ্কার করেন—নিউটন।
। বেতার যন্ত্র আবিষ্কার করেন—মার্কনী।
। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন—বেকেরেল।
। উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করেন—আলফ্রেড নোবেল
। এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়—১৯৬০ সালে।
। 1 পিকোমিটার = 10-12 মিটার।
। 1 গিগাবাইট = 109 বাইট।
। ইন্টারন্যাশনাল ওয়েটস এন্ড মেজারস অবস্থিত—স্যাভ্রেস, ফ্রান্স।
। পদার্থের পরিমাণের আই এস একক—মোল।
। স্পিং নিক্তির দ্বারা পরিমাপ করা হয়—বস্তুর অভিকর্ষজ বল।
। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র—সিসমোগ্রাফ।
। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র—ফ্যাদোমিটার।
। সমুদ্রের গভীরতা মাপা হয়—প্রতিধ্বনির মাধ্যমে।
। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র—ট্যাকোমিটার। 
। MKS পদ্ধতিতে ভরের একক—কিলোগ্রাম।
। ১ মিটার সমান –৩৯.৩৭ ইঞ্চি।
। এক কুইন্টাল সমা—১০০ কেজি।