Header Ads Widget

সরকারি চাকরির জন্য সাধারন জ্ঞান

* প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি?-- চর্যাপদ

* চর্যাপদ কিসের সংকলন-- গানের সংকলন

* চর্যাপদ কারা রচনা করে?-- বৌদ্ধ সহজিয়াগণ

* চর্যাপদে কত জন কবির পদ পাওয়া গেছে?-- ২৩ জন, মতান্বরে ২৪ জন

* কোন সবচেয়ে বেশি পদ রচনা করেন?-- কাহ্নপা (১৩টি)

* কোন কবির রচিত পদ পাওয়া যায়নি?-- তন্তীপা

* চর্যাপদের কয়টি পদ বা গান ছিল?-- ৫১টি, মতান্বরে ৫০টি

* চর্যাপদের কয়টি পদ পাওয়া গেছে?-- সাড়ে ছেচল্লিশটি

* চর্যাপদের পদগুলি কোন ভাষায় রচিত?-- সন্ধ্যা বা সান্ধ্য ভাষা।

* চর্যাপদের আবিষ্কারক কে?-- হর প্রসাদ শাস্ত্রী

* তিনি কোন উপাধি প্রাপ্ত হন?-- মহামহোপাধ্যায়

* কোথা থেকে কত সালে চর্যাপদ আবিষ্কার করা হয়?--
১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে।

* চর্যাপদের মহিলা কবি কে?-- কুক্কুরীপ।