Header Ads Widget

বাংলাদেশে বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা:


১) বাংলাদেশ ব্যাংকের গভর্নর - ফজলে কবির (১১তম)
২) জাতীয় সংসদের স্পীকার - শিরিন শারমিন চৌধুরী
(১৩তম)
৩) জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
- মাসুদ বিন মোমেন (১৪তম)
৪) এটর্নি জেনেরালে - মাহবুবে আলম (১৫তম)
৫) প্রধান বিচারপতি -সুরেন্দ্র কুমার সিনহা (২১তম)
৬) ঢাবির ভিসি - ড. আখতারুজ্জামান (২৮ তম)
৭) বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ২০তম,
৮) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪তম।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রথম:
১) প্রথম ও একমাত্র ডিজিটাল দ্বীপ- মহেশখালী
২) প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ - ব্র্যাক অন্বেষা
৩) প্রথম সাইবার সিটি- সিলেট
৪) প্রথম ডিজিটাল জেলা - যশোর
৫) প্রথম ই-বুক- একুশ ই-বুক
৬) প্রথম তৈরি যুদ্ধ জাহাজ - বানৌজা পদ্মা।