Header Ads Widget

কিছু কথা, যা আপনার মানসিক গতি ধারাকে পাল্টে দিতে পারে.....

যখন তুমি একা থাকো, তখন তুমি
কাউকে তোমার পাশে পাবে না,
কেউ তোমার খোজঁও নিবে না ।
শুধুমাত্র তখনই তারা তোমার খোজঁ
করবে, যখন তারা একা থাকবে ।
এটাই জীবনের বাস্তবতা ।
.
অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে
পারেনা,একমাত্র আলোই পারে
অন্ধকার দূর করতে। তেমনি ঘৃণা
কখনো ঘৃণাকে দূর করতে পারে না,
একমাত্র ভালোবাসাই পারে
ঘৃণাকে দূর করতে।
.
ক্ষমা করে দিন সেইসব মানুষকে,
যারা আপনাকে ঠকিয়েছে।
.
যে ঠকেছে সে কাদে..
আবার,
যে ঠকায়ছে সেও কাদে..
দুই দিন আগে আর পরে..
.
মানুষ আনমনে আপনার জুতোর দিকে
নজর দেবেন এটি মানুষের
প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর
জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময়
জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ
করে ফেলেন।
.
আপনি কারো দ্বারা প্রতারিত
হয়েছেন মানে এই না যে দুনিয়ার
সবাই প্রতারক। এর মানে হচ্ছে যে,
আপনার পছন্দের মানুষটি সঠিক
ছিলো না, হয়তো সেটা আপনার
দুর্ভাগ্য ছিলো। এখন এই একজনের
অভিজ্ঞতা দিয়ে বাকী সবাইকে
বিচার করতে গেলে দিনশেষে
আপনারই লস হয়ে যাবে, কারণ
আপনি হয়তো তখন একজন ভালো
মানুষ থেকে বঞ্চিত হলেন।
.
আই লাভ ইউ বললেই শুধু ভালোবাসা
হয়না। সঙ্গীর প্রতি যত্নশীল হওয়া,
দ্বায়িত্ববোধ, সম্মান, সততা আর
ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে
গড়ে উঠে ভালবাসা।
.
সুখী হতে গেলে সবার কথা শুনা
কিংবা সবার সমালোচনা গুরুত্ব
দেবার প্রয়োজন নেই। নিজেকে
গুরুত্ব দিন। আপনার সকল কাজ সবার
ভালো লাগতে হবে এমনটি
ভাবার কোন কারন নেই। নিজের
সুখের কারন অপরের উপর নির্ভরশীল
করবেন না।
.
দুইটা ব্যাপার আমাদের সুখী হতে দেয় না:
১) অতীতে বাস করা
২)অন্যদের সাথে নিজের তূলনা
করা
তাই অতীতের কথা না ভেবে
ভবিষ্যতের কথা ভাবুন এবং
নিজেকে জানার চেষ্টা করুন
বেশি করে। অন্যদের সাথে
নিজেকে তুলনা না করে
নিজেকে ছাড়িয়ে যাওয়ার
চেষ্টা করুন সবসময়।
.
কারো পেছনে না, সামনে কথা
বলার অভ্যাস গড়ে তুলুন। এতে
আপনার সম্মান বাড়বে।