BB Officer & Sonali Bank Cash Officer Exam

অনেকে অনেক সময় অনেক প্রশ্ন করেছেন এই দুটি পরীক্ষা সম্পর্কে। যা কিছু জানি, শেয়ার করছিঃ-
১। বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের এমসিকিউ পরীক্ষাটা হবে ২৭/০৪/২০১৮ তারিখ সকাল ১০টা থেকে ১১টায় ঢাকার বিভিন্ন ভেন্যুতে। অন্যদিকে সোনালী ব্যাংকের পরীক্ষাটা হবে একই দিন অর্থাৎ ২৭/০৪/২০১৮ তারিখ বিকেল ৩টা থেকে ৪টায় ঢাকার বিভিন্ন ভেন্যুতে।
.
২। বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের সার্কুলারটা ওপেন ছিল জুন/জুলাই ২০১৭ সময়কালে। অন্যদিকে সোনালী ব্যাংকের অফিসার ক্যাশ পদের সার্কুলার ওপেন ছিল ফেব্রুয়ারি ২০১৬ সময়কালে।
.
৩। বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের সংখ্যা উল্লেখ ছিল ২৫০টি। সোনালী ব্যাংকের অফিসার ক্যাশ পদের সার্কুলারে পদের সংখ্যা উল্লেখ ছিল ৭৫৫টি (পরে এই সংখ্যাটা কমিয়ে ৭৪৮ করা হয়)।
.
৪। দুটি সার্কুলারেরই আগাম প্রবেশপত্র আগস্ট ২০১৭ মাসে দেয়া হয়েছিল।
.
৫। যারা আগাম প্রবেশপত্র ডাউনলোড করেছেন কিন্তু হারিয়ে ফেলেছেন, তারা এই লিঙ্ক ( https://erecruitment.bb.org.bd/online…/print_dplct_admit.php ) থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
.
৬। যারা আগাম প্রবেশপত্র ডাউনলোড করেন নি, তাদের জন্য বর্তমানে প্রবেশপত্র ডাউনলোডের কোন সুযোগ নেই।
.
৭। পরীক্ষার সীটপ্ল্যান ১ম ও ২য় কমেন্টে দেয়া হলো।
.
৮। কোন পাশ নম্বর নেই। প্রশ্ন সহজ হলে কাটমার্কস ৭০-এর আশপাশে যাবে। প্রশ্ন কঠিন হলে কাটমার্কস ৪০এর ঘরে থাকবে।
.
৯। উভয় পরীক্ষাতেই কম/বেশি ১০,০০০ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হবে।