Header Ads Widget

পল্লী বিকাশ কেন্দ্রের ২টি পদে ৭০ জন নিয়োগ

পিকেএসএফের অর্থায়নে পল্লী বিকাশ কেন্দ্রের ২টি পদে ৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। 





পদের নাম:                   শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
পদসংখ্যা:                     ২০ জন
শিক্ষাগত যোগ্যতা:      স্নাতকোত্তর
 অভিজ্ঞতা:                  ন্যূনতম ০২ বছর

 বেতন:                        ২০,০০০-২২,০০০ টাকা। 
পদের নাম:                  ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
পদসংখ্যা:                    ৫০ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বেতন: ১০,০০০-১২,০০০ টাকা। 

কর্মস্থল:                       কিশোরগঞ্জ, গাজীপুর ও নরসিংদী


 আবেদনের ঠিকানা:

প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র,
২৭/সি, আসাদ এভিনিউ, ২য় তলা, ব্লক- ই,
 মোহম্মদপুর, ঢাকা- ১২০৭ অথবা
ই-মেইল mostakim@pbk-bd.org ঠিকানায় পাঠাতে পারবেন। 


সূত্র: প্রথম আলো, ০২ আগস্ট ২০১৬